বেঞ্চে শুয়ে ইশটিশানে ,
কান দুখানা বর্ষা শোনে ;
ডুংরি ডাকে - 'আষাঢ় !'
কোথায় আষাঢ় এ তল্লাটে ?
বৈষনোদেবীর রাজ্যপাটে
উপত্যকা অসাড় ।
অসাড় ঘুমের স্বপ্নগুলোর
অল্প মাত্র সত্যি হলেই
গল্প গুলো জন্ম নেবে জবর ।
ঘুমের মাঝে ঘুম ভাঙ্গালে
পড়বো জেনো পা ফিসলে,
আসবে হঠাৎ তলিয়ে যাবার খবর ।
কান দুখানা বর্ষা শোনে ;
ডুংরি ডাকে - 'আষাঢ় !'
কোথায় আষাঢ় এ তল্লাটে ?
বৈষনোদেবীর রাজ্যপাটে
উপত্যকা অসাড় ।
অসাড় ঘুমের স্বপ্নগুলোর
অল্প মাত্র সত্যি হলেই
গল্প গুলো জন্ম নেবে জবর ।
ঘুমের মাঝে ঘুম ভাঙ্গালে
পড়বো জেনো পা ফিসলে,
আসবে হঠাৎ তলিয়ে যাবার খবর ।