কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, January 6, 2015

"...... এবং শীতকাল " (১)

বেঞ্চে শুয়ে ইশটিশানে ,
কান দুখানা বর্ষা শোনে ;
ডুংরি ডাকে - 'আষাঢ় !'

কোথায় আষাঢ় এ তল্লাটে ?
বৈষনোদেবীর রাজ্যপাটে
উপত্যকা অসাড় ।

অসাড় ঘুমের স্বপ্নগুলোর
অল্প মাত্র সত্যি হলেই
গল্প গুলো জন্ম নেবে জবর ।

ঘুমের মাঝে ঘুম ভাঙ্গালে
পড়বো জেনো পা ফিসলে,
আসবে হঠাৎ তলিয়ে যাবার খবর ।