কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Wednesday, July 9, 2014

বোধহয় জ্যামিতি (২)

আমি দু পা সরে এসেছি ,
তুমি তিন,
সে চার পা সরে গেছে ।


কে আগে সরতে পারছে , এবং কতো বেশি
এ নিয়ে দম্ভের লড়াই ছিল ,
যদিও শীতল ।

আমরা সরে আসতেই আমাদের সেই ত্রিমাত্রিক পৃথিবীটা
মাত্রা ছাড়াল ।
ঘাড় তুলে উঁকি দিলো সীমার বাইরে ,
ই- কারের মতো করে ।

লিকারে আমি- তুমি ,
বিকারে সে -
পৃথিবীটা হঠাৎ বড় হয়ে গেল -
আকারে - ব্যবহারে ।

No comments:

Post a Comment