কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Wednesday, July 16, 2014

কয়েকটা প্রশ্ন মাত্র

এখনো কি আগের মতোই আছে অরুণিমার ঠোঁট ?
খুব জানতে ইচ্ছে করে।
সে ঠোঁটে আঙুল ছোঁয়ালে কি এখনো প্রেমের
বলবৃদ্ধি ঘটে ?
আমার ঠোঁটের অপেক্ষায় থেকে সে ঠোঁট কি তেষ্টায়
এতদিনে ফুটিফাটা ?
ঠিক বলছ ?
ভেসলিন লাগিয়ে ভাব-ভালোবাসার হাবভাব গুলো লুকিয়ে ফেলেনি এখনো?

এতদিন পরে এত্তসব জানতে চেয়ে অবাক লাগছে নিজেরই ।
কিন্তু এসব ডিটেল আচমকাই আবারো ভাল লাগছে ।
ভীষণ ভালো লাগছে , তাই জানতে চাইছি ।

No comments:

Post a Comment