কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Saturday, July 12, 2014

অবিচারের বিচার

এতদিন পরে পিছনে তাকালে দেখি
বহু অবিচার করা হয়ে গেছে,
জানিতে - অজানিতে।

একদিন ঠিক বিবেক ও বোধ জাগবে আমার
এ আশায় রয়ে গেছে অনেকেই ।
খুব দেরী হচ্ছে দেখে অস্ফুটে ডেকেছেও ;
চোখ - কান বন্ধ ছিল - শুনতে পাইনি ।
তাছাড়া পিছনে তাকালে সামনে হোঁচট খাবার ভয়ও ছিল বহু  ।

বিচারবুদ্ধি ইত্যাদি জেগেছে যখন
ফিরতে চেয়েছি , সৎ ভাবেই ।
তবু থেমেছি ফিরে যাওয়ার পথে,
ফিরে যাব বলে  পাকাপাকি ভাবে  ভাবার পরেও
ভেবেছি দুবার -
এখন ফিরতে গিয়ে আবারো নতুন কোনও অবিচার হবে না তো ?

No comments:

Post a Comment