বন্ধু বৃত্ত ক্রমে বহুভুজ হয় ।
যতো টেনশন বাড়ে ও দর কষাকষি ,
কিনারা স্পষ্ট হয় ততো বেশি ।
কিনারেই এসে দাঁড়ায় সবাই ।
কিভাবে যেন মন কষে যায় ,
একে একে সব খসে যায় ,
বেঁচে থাকে শুধু শুদ্ধ - মুক্ত
বিশুদ্ধ বোকা সরলরেখা ।
অনেক সরলরেখা, প্রত্যেকে একা ,
যত্রনায় বেঁকে গিয়ে আরও ছোট বৃত্ত সৃষ্টি করে ।
যতো টেনশন বাড়ে ও দর কষাকষি ,
কিনারা স্পষ্ট হয় ততো বেশি ।
কিনারেই এসে দাঁড়ায় সবাই ।
কিভাবে যেন মন কষে যায় ,
একে একে সব খসে যায় ,
বেঁচে থাকে শুধু শুদ্ধ - মুক্ত
বিশুদ্ধ বোকা সরলরেখা ।
অনেক সরলরেখা, প্রত্যেকে একা ,
যত্রনায় বেঁকে গিয়ে আরও ছোট বৃত্ত সৃষ্টি করে ।
No comments:
Post a Comment