কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, July 8, 2014

বোধহয় জ্যামিতি (১)

বন্ধু বৃত্ত ক্রমে বহুভুজ হয় ।
যতো টেনশন বাড়ে ও দর কষাকষি ,
কিনারা স্পষ্ট হয় ততো বেশি ।
কিনারেই এসে দাঁড়ায় সবাই ।
কিভাবে যেন মন কষে যায় ,
একে একে সব খসে যায় ,
বেঁচে থাকে শুধু শুদ্ধ - মুক্ত
বিশুদ্ধ বোকা সরলরেখা ।
অনেক সরলরেখা, প্রত্যেকে একা ,
যত্রনায় বেঁকে গিয়ে আরও ছোট বৃত্ত সৃষ্টি করে ।

No comments:

Post a Comment