কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Wednesday, July 16, 2014

কয়েকটা প্রশ্ন মাত্র

এখনো কি আগের মতোই আছে অরুণিমার ঠোঁট ?
খুব জানতে ইচ্ছে করে।
সে ঠোঁটে আঙুল ছোঁয়ালে কি এখনো প্রেমের
বলবৃদ্ধি ঘটে ?
আমার ঠোঁটের অপেক্ষায় থেকে সে ঠোঁট কি তেষ্টায়
এতদিনে ফুটিফাটা ?
ঠিক বলছ ?
ভেসলিন লাগিয়ে ভাব-ভালোবাসার হাবভাব গুলো লুকিয়ে ফেলেনি এখনো?

এতদিন পরে এত্তসব জানতে চেয়ে অবাক লাগছে নিজেরই ।
কিন্তু এসব ডিটেল আচমকাই আবারো ভাল লাগছে ।
ভীষণ ভালো লাগছে , তাই জানতে চাইছি ।

Saturday, July 12, 2014

অবিচারের বিচার

এতদিন পরে পিছনে তাকালে দেখি
বহু অবিচার করা হয়ে গেছে,
জানিতে - অজানিতে।

একদিন ঠিক বিবেক ও বোধ জাগবে আমার
এ আশায় রয়ে গেছে অনেকেই ।
খুব দেরী হচ্ছে দেখে অস্ফুটে ডেকেছেও ;
চোখ - কান বন্ধ ছিল - শুনতে পাইনি ।
তাছাড়া পিছনে তাকালে সামনে হোঁচট খাবার ভয়ও ছিল বহু  ।

বিচারবুদ্ধি ইত্যাদি জেগেছে যখন
ফিরতে চেয়েছি , সৎ ভাবেই ।
তবু থেমেছি ফিরে যাওয়ার পথে,
ফিরে যাব বলে  পাকাপাকি ভাবে  ভাবার পরেও
ভেবেছি দুবার -
এখন ফিরতে গিয়ে আবারো নতুন কোনও অবিচার হবে না তো ?

Wednesday, July 9, 2014

বোধহয় জ্যামিতি (২)

আমি দু পা সরে এসেছি ,
তুমি তিন,
সে চার পা সরে গেছে ।


কে আগে সরতে পারছে , এবং কতো বেশি
এ নিয়ে দম্ভের লড়াই ছিল ,
যদিও শীতল ।

আমরা সরে আসতেই আমাদের সেই ত্রিমাত্রিক পৃথিবীটা
মাত্রা ছাড়াল ।
ঘাড় তুলে উঁকি দিলো সীমার বাইরে ,
ই- কারের মতো করে ।

লিকারে আমি- তুমি ,
বিকারে সে -
পৃথিবীটা হঠাৎ বড় হয়ে গেল -
আকারে - ব্যবহারে ।

Tuesday, July 8, 2014

বোধহয় জ্যামিতি (১)

বন্ধু বৃত্ত ক্রমে বহুভুজ হয় ।
যতো টেনশন বাড়ে ও দর কষাকষি ,
কিনারা স্পষ্ট হয় ততো বেশি ।
কিনারেই এসে দাঁড়ায় সবাই ।
কিভাবে যেন মন কষে যায় ,
একে একে সব খসে যায় ,
বেঁচে থাকে শুধু শুদ্ধ - মুক্ত
বিশুদ্ধ বোকা সরলরেখা ।
অনেক সরলরেখা, প্রত্যেকে একা ,
যত্রনায় বেঁকে গিয়ে আরও ছোট বৃত্ত সৃষ্টি করে ।