কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, April 27, 2014

অসময়ে ক’টা কথা

লেগাসি মাঠে ডিম পাড়লে
আমোদ হয় ,
তবে মোটেই তা অমলেটের লোভে নয় ।

অন্য ঘরের বিভীষণ বিভূষণ হলে
মনে ভাবি -
ওহ , এটাই তাহলে সেই চাবি !

ঠাকুর ডেকেছি দুবেলা,
শুমাখার এবারে যেন চোখ খোলে ।
নিন্দুকের সওয়াল -
কেন সরদারজি তোমায় তোলেন নি বলে ?

ভুল করে ওই একবারই বলা -
আহা গন্ধমাদন ! সেই বিশল্যকরণী র দেশটা !
খেঁকিয়ে জবাব আসে -
অহো ! কুলেখাড়াকে দাবিয়ে রাখার চেষ্টা ?

বেজায় গরম
দুপুরে তাই ডাল -ভাতই সই ।
বাজার বললে –
তা তো হবেই ! কে আর খাচ্ছে কৈ !

সবারই মাথা আউট ,
তাই কাজের কথাকে কাটছে ।
শোন খোকা – ওই পথ !
যারা ঘেঁটে আছে , তারা হাঁটছে ।

No comments:

Post a Comment