কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Saturday, April 26, 2014

লোডশেডিং

অবিন্যস্ত শাড়িই হতে পারে
এই লেখাটার সবথেকে ভালো বিজ্ঞাপন।

দু ফোঁটা ঘাম পড়লেও
এখন শব্দ পাওয়া যায়।

আজ যেন ভোটযুদ্ধ বাকযুদ্ধ
সব একদম চুপ।

কথা দেওয়া ছিলো
সাড়ে এগারোটায় অনলাইন হবো-
বারোটা বাজতে চললো প্রায়।
দেখা হলে বুঝিয়ে বলবো
menage a trois এর মানে।

তৃতীয় বিশ্ব
আর কিছু না হোক
বংশানুক্রমে লোডশেডিং পেয়েছে ।

1 comment: