অবিন্যস্ত শাড়িই হতে পারে
এই লেখাটার সবথেকে ভালো বিজ্ঞাপন।
দু ফোঁটা ঘাম পড়লেও
এখন শব্দ পাওয়া যায়।
আজ যেন ভোটযুদ্ধ বাকযুদ্ধ
সব একদম চুপ।
কথা দেওয়া ছিলো
সাড়ে এগারোটায় অনলাইন হবো-
বারোটা বাজতে চললো প্রায়।
দেখা হলে বুঝিয়ে বলবো
menage a trois এর মানে।
তৃতীয় বিশ্ব
আর কিছু না হোক
বংশানুক্রমে লোডশেডিং পেয়েছে ।
এই লেখাটার সবথেকে ভালো বিজ্ঞাপন।
দু ফোঁটা ঘাম পড়লেও
এখন শব্দ পাওয়া যায়।
আজ যেন ভোটযুদ্ধ বাকযুদ্ধ
সব একদম চুপ।
কথা দেওয়া ছিলো
সাড়ে এগারোটায় অনলাইন হবো-
বারোটা বাজতে চললো প্রায়।
দেখা হলে বুঝিয়ে বলবো
menage a trois এর মানে।
তৃতীয় বিশ্ব
আর কিছু না হোক
বংশানুক্রমে লোডশেডিং পেয়েছে ।
besh to
ReplyDelete