আকাশ কষ্ট পেলে ভাবি -
এবারে নির্ঘাত বর্ষা ;
অতএব পুরনো ঘামাচিদের ম্রিত্যু নিশ্চিত ।
কিন্তু কোথায় কি !
আকাশের চোখে জলই নেই একেবারে ;
ধুলোয় টাটিয়ে উঠে শাবলের গুঁতোয় ভেঙে যাওয়া
ইটের মাংসের মতো লাল ।
আমি সিঁদুর চিনি না, হিমোগ্লোবিন চিনি না ।
আমরা কেউই রাগ- দুঃখের লাল, লজ্জার লাল , স্বাস্থ্যের লাল
ভালো বুঝি না ।
লাল দেখলে শুধুই দোলা লাগে গভীরে কোথাও ,
আশার আঁচে বাঁচি -
কষ্টবিলাসে শখের বর্ষা না নামুক ,
পর্দা সরলে সুখের সকাল দেখা দেবে একেবারে
Anand Sehgal এত চমৎকার বাংলা লেখেন, ের আগেও ওনার কিছু লেখার পড়ার সৌভাগ্য হয়েছে, এটাও খুব ভাল লাগল।
ReplyDelete