কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, April 27, 2014

অসময়ে ক’টা কথা

লেগাসি মাঠে ডিম পাড়লে
আমোদ হয় ,
তবে মোটেই তা অমলেটের লোভে নয় ।

অন্য ঘরের বিভীষণ বিভূষণ হলে
মনে ভাবি -
ওহ , এটাই তাহলে সেই চাবি !

ঠাকুর ডেকেছি দুবেলা,
শুমাখার এবারে যেন চোখ খোলে ।
নিন্দুকের সওয়াল -
কেন সরদারজি তোমায় তোলেন নি বলে ?

ভুল করে ওই একবারই বলা -
আহা গন্ধমাদন ! সেই বিশল্যকরণী র দেশটা !
খেঁকিয়ে জবাব আসে -
অহো ! কুলেখাড়াকে দাবিয়ে রাখার চেষ্টা ?

বেজায় গরম
দুপুরে তাই ডাল -ভাতই সই ।
বাজার বললে –
তা তো হবেই ! কে আর খাচ্ছে কৈ !

সবারই মাথা আউট ,
তাই কাজের কথাকে কাটছে ।
শোন খোকা – ওই পথ !
যারা ঘেঁটে আছে , তারা হাঁটছে ।

Saturday, April 26, 2014

লোডশেডিং

অবিন্যস্ত শাড়িই হতে পারে
এই লেখাটার সবথেকে ভালো বিজ্ঞাপন।

দু ফোঁটা ঘাম পড়লেও
এখন শব্দ পাওয়া যায়।

আজ যেন ভোটযুদ্ধ বাকযুদ্ধ
সব একদম চুপ।

কথা দেওয়া ছিলো
সাড়ে এগারোটায় অনলাইন হবো-
বারোটা বাজতে চললো প্রায়।
দেখা হলে বুঝিয়ে বলবো
menage a trois এর মানে।

তৃতীয় বিশ্ব
আর কিছু না হোক
বংশানুক্রমে লোডশেডিং পেয়েছে ।

Friday, April 18, 2014

আমার চোখ , আকাশের চোখ

আকাশ কষ্ট পেলে ভাবি -
এবারে নির্ঘাত বর্ষা ;
অতএব পুরনো ঘামাচিদের ম্রিত্যু নিশ্চিত ।
কিন্তু কোথায় কি !
আকাশের চোখে   জলই নেই একেবারে ;
ধুলোয় টাটিয়ে উঠে শাবলের গুঁতোয় ভেঙে যাওয়া
ইটের মাংসের মতো লাল ।
আমি সিঁদুর চিনি না,  হিমোগ্লোবিন  চিনি না ।
আমরা কেউই রাগ- দুঃখের লাল, লজ্জার লাল , স্বাস্থ্যের লাল
ভালো বুঝি না ।
লাল দেখলে শুধুই দোলা লাগে গভীরে কোথাও ,
আশার আঁচে বাঁচি -
কষ্টবিলাসে  শখের বর্ষা না নামুক ,
পর্দা সরলে সুখের সকাল দেখা দেবে একেবারে