লাইফ বলতে তো শুধু এই, তাই না রে?
কতো স্রোত,
এবড়ো -খেবড়ো মাঠ ;
খেলা গুলো নিছক খেলা থেকে সত্যি হয় ,
পড়ে গেলে জখম হয় হাঁটু ,
অনেকটা রক্ত ঝরে
ভবঘুরে দোয়াত ঘুরে বেড়ায় কুড়িয়ে নেবে বলে...
ফাইনাল খাতা দেখা বাকি রয়ে গেছে,
মাস্টারমশাই অপেক্ষা করে আছেন
পৌঁছতে হবে ।।
No comments:
Post a Comment