কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, March 3, 2013

কেলাস



দৃষ্টি ঝাপসা আর চোখ ভারি হয়ে এলে

মুঠো করা হাতের পিঠ দিয়ে আলতো  ডলে  

দিই চোখের পাতা ;

ভাবি রক্তচলাচলে জেগে  উঠবে  জালিকা,

ঝেড়ে ফেলে আয়েসের নিদ্রারেশ ।।

কচলানো চোখ থেকে সশব্দে ঝরে  পড়ে

স্বপ্ন, অশ্রুর মিশ্র কেলাস , ঘুমের বদলে ।।