অপ্রাসঙ্গিক চিন্তা মাথায় আসে যতো।
যেমন এই সেইদিন আমার বাড়ির ঠিক উল্টোদিকে
মিষ্টি দেখতে কালো মেয়েটা
পূর্ণিমার রাতে মরতে গেলো-
এখন রোজ বাজারের থলি হাতে দেখি।
ভবঘুরে, নিজের মত জীবন কাটানো ছেলেটার খোঁজে
হঠাৎ পুলিশ এসে ভুলকরে আমার ঘরে ঢুকে পড়লো।
বইমেলায় আমি মার্ক্সবাদের বই কিনতে গিয়ে
অবশেষে কি মনে করে ফিরে এসেছি।
শেষে বলে নি
এই কবিতাটা 'সমাজ' নিয়ে লিখতে চেয়েছিলাম।
No comments:
Post a Comment