কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, February 24, 2013

আকাশের কাছাকাছি

আকাশের কাছাকাছি তুমি থেকো, আমি আছি
পড়ন্ত রোদ করে বায়না ।

মিঠে হাসি চড়া সুর, একা নৌকা বহুদূর
একান্তে আমি দেখি আয়না ।

তোমাতে নতুন সুখ, বেঁচে থাকা অপরূপ
মিথ্যের বেড়াজাল ডিঙ্গোনো ।

আঁচলে আমার মুখ, হিংসায় কোনো বুক
জ্বলে পুরে খাক হয় এখনো ।

তুমি থেকো, আমি আছি আকাশের কাছাকাছি
ভালোবেসো সবাইকে লুকিয়ে।

আদরের রাত্তিরে, কথা ছিল মনে আছে
ভেসে যাব বেমালুম আমিও।
গান পারি, নাই পারি.. ভালবাসি না-ই বাসি,
রাতভর স্বাক্ষর (এঁকে দেব) বুকেতে ।

No comments:

Post a Comment