কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Friday, February 15, 2013

‘মরণাহত ঘুঘু’



আমার বুকে গুলি ছুঁড়ে  
অপেক্ষা কোরো তুমি ;
রক্ত বেরিয়ে বুকে লাল ছোপ হলে   
কপালে লিখে দিও –
‘নিহত  “মরণাহত ঘুঘু” ’ !
আমার জীবন গেলেও  তোমাতে  লাগবেনা কোন অভিশাপ ;
জেনো,  আমার নিতান্ত বৈচিত্র্যহীন জীবনের দাম  কাগজখণ্ড বা ধাতব মুদ্রায় নয় ,
কিছু বক্ষভেদী সীসার টুকরোতে মাপা হয়ে আছে
নির্বাক বা হতবাক , বিস্মরণীয় কোনও প্রাগৈতিহাসিক মুহূর্তে  ।। 

No comments:

Post a Comment