ভাবো, ভাবো, সময়
এবার ভাববার সময় এসেছে।
কি করে তুমি আশা করো
এভাবেই বয়ে যাবে দিন,আর
রাতের কথা নাই বা বললাম।
ভাবনা হয় সুন্দর রাত
প্রণয় বলে কিছু জানবে তো?
এখন দিন আর রাত যথাক্রমে
দল আর ধর্ষণ ছাড়া কিছু জানে না।
সেইদিনই
গল্পে পড়া -
গভীর অরণ্যে আদিম প্রকৃতির মাঝে
সোহাগের কথা। ফেরার
সময় হয় না,
ভালবেসে
মানুষেরা ওখানেই থেকে যায়।
শহরের মাঝেই এখন পশুরা ঘুরে বেড়ায়।
No comments:
Post a Comment