কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Saturday, February 2, 2013

এত দৃশ্যের মাঝে আমি কোথায় ?

এখন সন্ধ্যেবেলায় বয়ঃসন্ধি না পেরোনো ' বাচ্ছারা '
টিভিতে আগেরদিনের থেকেও বীভৎস কিছু
দেখতে চায় - রক্ত,মাংস ।

আপাত ভয়ঙ্কর তার বাবা এখন
পারিবারিক ঝামেলা মিটিয়ে
ভয়ে ভয়ে চুমু খায় স্ত্রী কে ।

এই প্রবল শীতে শোওয়ার সময়
আমার নিজের ঘরটা
কেমন মর্গের মত লাগে ।

আমার আগে যার মরার কথা
তার মৃতদেহ এখন হয়তো
মর্গের শীতে কাবু হয়ে শুয়ে আছে ।

 

No comments:

Post a Comment