কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Monday, February 25, 2013

সমাজ

সচেতনভাবে কবিতা লিখতে বসলেই
অপ্রাসঙ্গিক চিন্তা মাথায় আসে যতো।

যেমন এই সেইদিন আমার বাড়ির ঠিক উল্টোদিকে
মিষ্টি দেখতে কালো মেয়েটা
পূর্ণিমার রাতে মরতে গেলো-
এখন রোজ বাজারের থলি হাতে দেখি।

ভবঘুরে, নিজের মত জীবন কাটানো ছেলেটার খোঁজে 
হঠাৎ পুলিশ এসে  ভুলকরে আমার ঘরে ঢুকে পড়লো।

বইমেলায় আমি মার্ক্সবাদের বই কিনতে গিয়ে
অবশেষে কি মনে করে ফিরে এসেছি।

শেষে বলে নি 
এই কবিতাটা  'সমাজ' নিয়ে  লিখতে চেয়েছিলাম। 



Sunday, February 24, 2013

আকাশের কাছাকাছি

আকাশের কাছাকাছি তুমি থেকো, আমি আছি
পড়ন্ত রোদ করে বায়না ।

মিঠে হাসি চড়া সুর, একা নৌকা বহুদূর
একান্তে আমি দেখি আয়না ।

তোমাতে নতুন সুখ, বেঁচে থাকা অপরূপ
মিথ্যের বেড়াজাল ডিঙ্গোনো ।

আঁচলে আমার মুখ, হিংসায় কোনো বুক
জ্বলে পুরে খাক হয় এখনো ।

তুমি থেকো, আমি আছি আকাশের কাছাকাছি
ভালোবেসো সবাইকে লুকিয়ে।

আদরের রাত্তিরে, কথা ছিল মনে আছে
ভেসে যাব বেমালুম আমিও।
গান পারি, নাই পারি.. ভালবাসি না-ই বাসি,
রাতভর স্বাক্ষর (এঁকে দেব) বুকেতে ।

Monday, February 18, 2013

Oporadhi Mon


Raate Duchokher pata ak korlei
Kaaner thik pashe hawar srote bhase 
bohu fisfis ,
Ora somoswore bole - 
" Doshi eka 
Tumi,
 tumi -e joto noshter gorha"..!
Ghamebheja Shorir ta bathrum-e dhoke,
Alo jele aynay dekhe "Anemia" ,
Ghumchokhe tolomolo paaye bichhana thahor korar fnake
Pichhoner golite gheu daak chhare Kukur, Pulisher gari !

Nijeke Hathat Oporadhi Mone hoy ,

Bhoy  pak die othe sirdaray ,
shonkito shwas felar shobdotukuo nibhiye die
Deho-mon lukoy gopon nirapod astana
-Khaater tolaay ...

Friday, February 15, 2013

‘মরণাহত ঘুঘু’



আমার বুকে গুলি ছুঁড়ে  
অপেক্ষা কোরো তুমি ;
রক্ত বেরিয়ে বুকে লাল ছোপ হলে   
কপালে লিখে দিও –
‘নিহত  “মরণাহত ঘুঘু” ’ !
আমার জীবন গেলেও  তোমাতে  লাগবেনা কোন অভিশাপ ;
জেনো,  আমার নিতান্ত বৈচিত্র্যহীন জীবনের দাম  কাগজখণ্ড বা ধাতব মুদ্রায় নয় ,
কিছু বক্ষভেদী সীসার টুকরোতে মাপা হয়ে আছে
নির্বাক বা হতবাক , বিস্মরণীয় কোনও প্রাগৈতিহাসিক মুহূর্তে  ।। 

Monday, February 11, 2013

Behaya Bhable Bhabo




Binoy dekheo behaya bhable bhabo,
Jene-bujhe Ami omon bhabei choli...,
Behala haate Setarer Lipi khule
Shuru theke Sesh toblar bol boli...!!

Choshmar kanche Pichuti jomle bhor-e,
Hatpakha die swapno ke dii hawa,
Ak frame-e ami Kalakand chekhe dekhi..,
Pasher frame-e te bedom pituni khawa...!!

Ghumer somoy bhison pipasa kano ?
bajarete kano michhrir ato daam?
ghum paranor tel ki jachche pawa?
Shunechhi Sedin , Cheena-tel naki naam..!!

Kachhe ese aaj kane kane bolo dekhi ,
Swechchhacharer ar koto din baaki?
Canvas 
thak otuku na hoy  bhora,
Paharh, Surjo ar ek jhnak pakhi ..!!

কোনটা আদিম কেই বা সভ্য ?


ভাবো, ভাবো, সময়
এবার ভাববার সময় এসেছে।

কি করে তুমি আশা করো
এভাবেই বয়ে যাবে দিন,আর
রাতের কথা নাই বা বললাম।
ভাবনা হয় সুন্দর রাত
প্রণয় বলে কিছু জানবে তো?

এখন দিন আর রাত যথাক্রমে
দল আর ধর্ষণ ছাড়া কিছু জানে না।

সেইদিনই গল্পে পড়া -
গভীর অরণ্যে আদিম প্রকৃতির মাঝে
সোহাগের কথা। ফেরার সময় হয় না,
ভালবেসে মানুষেরা ওখানেই থেকে যায়।
শহরের মাঝেই এখন পশুরা ঘুরে বেড়ায়। 

Saturday, February 2, 2013

এত দৃশ্যের মাঝে আমি কোথায় ?

এখন সন্ধ্যেবেলায় বয়ঃসন্ধি না পেরোনো ' বাচ্ছারা '
টিভিতে আগেরদিনের থেকেও বীভৎস কিছু
দেখতে চায় - রক্ত,মাংস ।

আপাত ভয়ঙ্কর তার বাবা এখন
পারিবারিক ঝামেলা মিটিয়ে
ভয়ে ভয়ে চুমু খায় স্ত্রী কে ।

এই প্রবল শীতে শোওয়ার সময়
আমার নিজের ঘরটা
কেমন মর্গের মত লাগে ।

আমার আগে যার মরার কথা
তার মৃতদেহ এখন হয়তো
মর্গের শীতে কাবু হয়ে শুয়ে আছে ।