সূর্য দেখলে ডানা মেলে আমার স্বপ্নেরা ,
আলোর অভিমুখে ;
আঁধার ঘনালে পায়রার দল বিরাম নিতে ফেরে,
পালক খসিয়ে আবার স্বপ্ন হয় ।
এমনটা কেন হয় তা খুঁজেছি বহু ,
নিরন্তর যাওয়া -আসায় রেখেছি গভীর নজর ।
ক্রমে রহস্যভেদ হবার পরে বুঝেছি যে -
আলোমাখা পালকগুলো আসলে সাজপোশাক ,
আমার বাড়িটি আদতে এক সাজঘর ।।
স্বাধীন কপোতের ডানার ঝাপটের উদ্যম ,
তার নিরীহ দু'চোখের পেলব দূরদৃষ্টি ,
'আসমানে ভাসমান ' প্রশস্ত পরিযায়ী মন -
এই নিয়েই আমি ;
আমার স্বপ্নগুলোর বেঁচে থাকা ।
কিংবা হয়তো এই বেঁচে থাকাতেই নিহিত নাতিদীর্ঘ এক মহান স্বপ্ন ।।
No comments:
Post a Comment