কতদিন এভাবে বৃষ্টি আসেনি অনেক ভেবেও মনে পড়ল না I
তোর সাথে শেষ দেখা হওয়ার আগে এমন বৃষ্টি হত I
তারপর কোথায় যে মেঘ অভিমানে চলে গেল তার খোঁজ আমি বা তুই কেউ রাখলাম না I
এখন ঘোর দুর্দিনে সে আবার ফিরে এসেছে I
যেমন করে তুই ও কখনো আসতিস একঘেয়ে রাতে আমার ফোনের ভেতর ,
যেন এক্ষুনি রেখে দিবি GOOD NIGHT বলে
তাই তাড়াতাড়ি সব কথা বলে নিই - ভালবাসার,
কোনদিন আর বলতে পারব না ভাবিনি সেদিন ও I
এতসব ভাবতে ভাবতে খেয়াল ই করিনি জানলা টা খোলা ছিলো I
বৃষ্টির ফোঁটা একটু একটু করে জমছে MOBILE এর স্ক্রীন এ I
জানি এতটা জলেও সাগর হবে না I
MOBILE টা ফেলে রাখি যেখানে ছিলো I
ওকে একটু চোখের জল ফেলার সুযোগ করে দিই I
তোর সাথে শেষ দেখা হওয়ার আগে এমন বৃষ্টি হত I
তারপর কোথায় যে মেঘ অভিমানে চলে গেল তার খোঁজ আমি বা তুই কেউ রাখলাম না I
এখন ঘোর দুর্দিনে সে আবার ফিরে এসেছে I
যেমন করে তুই ও কখনো আসতিস একঘেয়ে রাতে আমার ফোনের ভেতর ,
যেন এক্ষুনি রেখে দিবি GOOD NIGHT বলে
তাই তাড়াতাড়ি সব কথা বলে নিই - ভালবাসার,
কোনদিন আর বলতে পারব না ভাবিনি সেদিন ও I
এতসব ভাবতে ভাবতে খেয়াল ই করিনি জানলা টা খোলা ছিলো I
বৃষ্টির ফোঁটা একটু একটু করে জমছে MOBILE এর স্ক্রীন এ I
জানি এতটা জলেও সাগর হবে না I
MOBILE টা ফেলে রাখি যেখানে ছিলো I
ওকে একটু চোখের জল ফেলার সুযোগ করে দিই I
touchy!
ReplyDeleteSentimental theme-e Sourav er juri nei..feel kore lekhe
ReplyDeletedhanyobaad.
Delete