কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, December 25, 2012

কিছুটা বাকি রেখে

কিছু ভালো-লাগা থেকে যায়
কিছু  মন্দ ।


অবাক হয়ে দেখি নিজেই নিজেকে,
কিছু ঘৃনা  জড়ায়
কিছু আবেশ ।

আরেকটা রাত ভোর  এ হারায়
নিজেকে, কিছুটা বাকি রেখে
সবটা  শে-ষ ।

No comments:

Post a Comment