কিছু ভালো-লাগা থেকে যায়
কিছু মন্দ ।
অবাক হয়ে দেখি নিজেই নিজেকে,
কিছু ঘৃনা জড়ায়
কিছু আবেশ ।
আরেকটা রাত ভোর এ হারায়
নিজেকে, কিছুটা বাকি রেখে
সবটা শে-ষ ।
কিছু মন্দ ।
অবাক হয়ে দেখি নিজেই নিজেকে,
কিছু ঘৃনা জড়ায়
কিছু আবেশ ।
আরেকটা রাত ভোর এ হারায়
নিজেকে, কিছুটা বাকি রেখে
সবটা শে-ষ ।
No comments:
Post a Comment