আমি নিজেই জানতাম না পাশাপাশি স্থান পেয়েছে
আমার দুই ভালবাসা ,
যাকে আমি চাইতাম আর যাকে আমি চাই
ঠিক যেন আমাকে মনে করিয়ে দেয় - "দুজনকে গুলিয়ে ফেলো না যেন"
আমি ডুবে যাই চিন্তায়
কার কি ছিল বা কার কি নেই ?
বৈপরীত্য আর সামঞ্জস্যের খেলায় মেতে উঠি
খেলা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি
দুপক্ষের কাউকেই চিনি না খুব বেশি
শুধু চিনতাম বলে ভেবেছিলাম
দুটো ছবি পাশাপাশি রয়ে গেছে
দুজন একে অন্য কে চেনে না
শুধু কেউ একজন রেখে দিয়েছে তাদের খুব কাছাকাছি
আমার কাছাকাছি কে সেটাই বুঝতে পারি না
No comments:
Post a Comment