কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, December 30, 2012

চক্রপূর্তি

 

মরণ সম্পর্কে তলিয়ে দেখলে ক্রমশ জানা যায় যে,

অকস্মাৎ ঘটে যায় বলে নিন্দিত মৃত্যু আদতে হঠাৎ আসেনা ।।
যে কোনও গভীর , মহৎ সংস্কারের মতো এতেও স্তর আছে বিস্তর ।

জীবাশ্মকে ছুঁতে , কাছে পেতে যেমন শিলার স্তর পেরোতে হয় একে একে ,
তেমনি 'বড়' মৃত্যুকেও ছুঁতে পারার আগে অপেক্ষায় থাকে 'ছোটমৃত্যু ' র অনেক ধাপ ।।

জীবনে আমাদের সত্ত্বা থাকে বহু , থাকে আদর্শ ,
তিলেতিলে গড়ে ওঠা বিশ্বাস ,
গুটিকতক অবিশ্বাস-ও ছড়িয়ে ছিটিয়ে থাকে , আনাচেকানাচে; 

মতবাদেরা মরার আগে প্রবল যুদ্ধ করে;
যুদ্ধশেষে ক্লান্ত হয়ে ভীষণ,
জখম দেহে মরে ।।

দেহমৃত্যুর বহু আগে মরে যায় মানুষের মন; 
তার- ও কিছু আগে নিষ্পাপ অবচেতন ;
দেহের নাশে আনুষ্ঠানিক চক্রপূর্তি ঘটে।।

No comments:

Post a Comment