নিজেকে হারিয়ে ফেলার আগে শেষ একটিবার খুঁজে নেওয়া দরকার ছিল
কতটা সত্যি, কতখানি মিথ্যে রূপকথার মহল তৈরী করে সেটা বুঝে নেওয়া জরুরি ছিল ।
নাটকের কুশীলবেরা যখন একে একে যখন চিত্রনাট্যের কাছে পরাজিত হয় ,
আমি মানিনি ; নাটক ছেড়েছি
হেরেছি ।
বাতি নেভা নিঃশব্দ রাত্তিরে
যখন অন্ধকার আমাকে ভয় দেখাতো ,আমি একা ছিলাম
গান গাইতে পারনি।
সবুজ তাঁত কিংবা প্রথম পার্কার কিভাবে হারায় ,
পুরনো চশমাটা কেনই বা বাতিল
উত্তর চাইনি ।
আসলে হয়নি ,
একপেশে হেরেছি ।
ভিতরে কেঁদেছি, দোষ যে আমার
সেটা মেনেছি ।
অজুহাতে আজীবন ঘৃনা,
তাই নতুন ভোরে ঠিকানা ছেড়েছি
অতীত ভুলে বুক বেঁধে,আশা-নৌকায় পাল তুলে
ফের সামিয়ানার নিচে,
দ্যাখো পরান্তকের হাতে
আবার হারতে এসেছি ।
কতটা সত্যি, কতখানি মিথ্যে রূপকথার মহল তৈরী করে সেটা বুঝে নেওয়া জরুরি ছিল ।
নাটকের কুশীলবেরা যখন একে একে যখন চিত্রনাট্যের কাছে পরাজিত হয় ,
আমি মানিনি ; নাটক ছেড়েছি
হেরেছি ।
বাতি নেভা নিঃশব্দ রাত্তিরে
যখন অন্ধকার আমাকে ভয় দেখাতো ,আমি একা ছিলাম
নিজে হেরেছি , তবু তোমায় জেতাতে পারিনি ।
তুমি অনন্যা, তাই নতুন করে সুর বেঁধেছগান গাইতে পারনি।
সবুজ তাঁত কিংবা প্রথম পার্কার কিভাবে হারায় ,
পুরনো চশমাটা কেনই বা বাতিল
উত্তর চাইনি ।
আসলে হয়নি ,
একপেশে হেরেছি ।
ভিতরে কেঁদেছি, দোষ যে আমার
সেটা মেনেছি ।
অজুহাতে আজীবন ঘৃনা,
তাই নতুন ভোরে ঠিকানা ছেড়েছি
অতীত ভুলে বুক বেঁধে,আশা-নৌকায় পাল তুলে
ফের সামিয়ানার নিচে,
দ্যাখো পরান্তকের হাতে
আবার হারতে এসেছি ।
No comments:
Post a Comment