কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Wednesday, December 26, 2012

মনখারাপের ঠিকানা

মাঝে মাঝে মনের খুব মন খারাপের ইচ্ছে হয়
ভালো থাকার একঘেয়েমি ভালো লাগে না ,
তখন আবার পিছন ফিরি
তোমার স্মৃতির  মাখামাখি
মনের তখন উথালপাতাল কান্না পায় 
 
তুমি হয়ত ভাবছ- "আমি কি শুধু দুঃখ  দিতে আছি ?"
ভুলিনি অনেক কিছু পাওয়ার কথাও ,
তাই তো তুমি মন খারাপেরও ঠিকানা
 
বিশ্বাস করো বা নাই করো
আমি থেমে থাকতে খুব ভালবাসি
থেমে থাকতে চাই তোমার নরম বিছানায়
আজও  ছুঁতে  চাই তোমার উথালপাতাল বুক ,
এই প্রবল শীতেও উষ্ণতার  অভাব বোধ করি না এতটুকুও
 
জানতাম এই দুঃখ অনেকক্ষণ স্থায়ী হবে
তবুও তো ডুব দিয়েছি জেনেশুনে
মানুষ এভাবেও  তো আত্মঘাতী হয়
 

No comments:

Post a Comment