কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, December 25, 2012

তোকে


আকাশ নিরুদ্দেশ হলে?
ছবি আঁকতাম, তোর
বুকে মাথা রেখে বেসুরে গাইতাম!
তোকে আরও একটু বেশি দেখার লোভ  আমার চিরকালের
তাই চোখ দুটো, বুজেই রাখতাম ...

আমার স্মিত সকাল ,স্নিগ্ধ সন্ধে
সবুজ গালিচা বিছানো হলদে হারানো বিকেল ,
Plzz .. কৈফিয়ত  চাসনা
ধার নেওয়া দু-চার আনা
ফেরত হয়না

অতীত বলে,
তুই চাইতিস আমি বেচতাম
তুই হাসলে আমি মরতাম
তোর স্পর্ধা
আমার স্পর্শ
বেমালুম নিয়ম ভাঙত !


সেসব বিকেল, কবেই রাতের সাথে পলাতক  ...
ঠিকানা নেই, ঠিকানা লাগেনা

বেহিসেবি রাত ঘুম ভাঙ্গলেই নিরুত্তর হয়
Civilized তো, আমরাই পারিনা !

No comments:

Post a Comment