কতক জাহাজ দিগন্ত পার হয় ,
কিছু সকাল পুবেই দাঁড়িয়ে হায়..!পশ্চিম ডাক না-ই বা দিল, চলো;
বেড়িয়ে পড়ি বেরোবার বাহানায়....-
কিছু মানুষ কাছের হতে পারত;
সুন্দর যা, যদি বা নজর কাড়ত. -
সুন্দর যা, যদি বা নজর কাড়ত. -
হয়নি সেসব , নিরুদ্দেশেই চলো,
হলে কি এ মন ,এদেশ কখনো ছাড়ত?
No comments:
Post a Comment