কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Sunday, December 2, 2012

চলো নিরুদ্দেশে

কতক জাহাজ দিগন্ত  পার  হয় ,

কিছু  সকাল  পুবেই  দাঁড়িয়ে হায়..!
 পশ্চিম ডাক না-ই বা  দিল,  চলো;

বেড়িয়ে পড়ি বেরোবার বাহানায়....-


কিছু  মানুষ  কাছের  হতে  পারত;
সুন্দর  যা,  যদি বা নজর কাড়ত. -

হয়নি সেসব , নিরুদ্দেশেই  চলো, 

হলে  কি এ  মন ,এদেশ  কখনো  ছাড়ত?

No comments:

Post a Comment