কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, December 25, 2012

রুদ্র -র জন্মদিনে


সময়ের রঙ  প'রে  অবিরত
মায়াজালে।
স্বপ্নেরা রাত গোনে
আনমনে।
সময়-নৌকো চেপে আমি-তুমি পাল্টাই
নাবিক মন পাল তোলে  হাল ধরে ।
কেউ ফেনিল  ঢেউ , কেউ বা সমুদ্র
তুই কোনটা?
জানিস ই তো , রুদ্র!

No comments:

Post a Comment