কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Tuesday, December 25, 2012

মাঝে মাঝে এমনও হয়

গভীর রাতে যখন এই শহরের গলিপথ ধরে হাঁটি
তখন রাস্তায় আর কারুর থাকার কথা নয় ,
তবু থাকে, কোনো কোনদিন উদ্ভ্রান্ত আমার চিন্তারা,
আর তোমার ছবিগুলো, যেন ছায়াছবির থেকেও বড় I
দৌড়াতে পারি আমি, তাই বলে কি ওরা আমার পিছু নেওয়া ছেড়ে দেবে?
দৌড়ে নিয়ে যাবে বড় রাস্তার দিকে , যাতে ২-১ টা গাড়ি আমায় মাড়িয়ে যেতে পারে
আমি কোনরকমে ঢুকে পড়ি গাড়ির ভেতর I
যখন বাড়ির পথে তখন আমার শরীর মন যেন বোঝার বস্তা যত I
এটাই কি তুমি চেয়েছিলে?
বলো নীলা, যা চেয়েছিলে তা দিতে পেরেছি তো

No comments:

Post a Comment