কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I
তবু বেঁচে থাকে
সিগারেট জ্বলে,গরমেতে পোড়ে ঠোঁট ;
পোড়া ঠোঁট আঁকে চুম্বন , পোড়ে মন ;
পোড়া মনে দম আটকে মরছে আশা ;
এত মৃত্যু , তবু বেঁচে থাকে এ জীবন...!!
No comments:
Post a Comment