কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Monday, December 31, 2012

দ্বন্দ্ব

আমি নিজেই জানতাম না পাশাপাশি স্থান পেয়েছে
আমার দুই ভালবাসা ,
যাকে আমি চাইতাম আর যাকে আমি চাই
ঠিক যেন আমাকে মনে করিয়ে দেয় - "দুজনকে গুলিয়ে ফেলো  না যেন"
 
আমি ডুবে যাই চিন্তায় 
কার কি ছিল বা কার কি নেই ?
বৈপরীত্য  আর সামঞ্জস্যের খেলায় মেতে উঠি 
 
খেলা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি
দুপক্ষের কাউকেই চিনি না খুব বেশি
শুধু চিনতাম বলে ভেবেছিলাম
 
দুটো ছবি পাশাপাশি রয়ে গেছে
দুজন একে অন্য কে চেনে না
শুধু কেউ একজন রেখে দিয়েছে তাদের খুব কাছাকাছি
আমার কাছাকাছি কে সেটাই বুঝতে পারি না

Sunday, December 30, 2012

চক্রপূর্তি

 

মরণ সম্পর্কে তলিয়ে দেখলে ক্রমশ জানা যায় যে,

অকস্মাৎ ঘটে যায় বলে নিন্দিত মৃত্যু আদতে হঠাৎ আসেনা ।।
যে কোনও গভীর , মহৎ সংস্কারের মতো এতেও স্তর আছে বিস্তর ।

জীবাশ্মকে ছুঁতে , কাছে পেতে যেমন শিলার স্তর পেরোতে হয় একে একে ,
তেমনি 'বড়' মৃত্যুকেও ছুঁতে পারার আগে অপেক্ষায় থাকে 'ছোটমৃত্যু ' র অনেক ধাপ ।।

জীবনে আমাদের সত্ত্বা থাকে বহু , থাকে আদর্শ ,
তিলেতিলে গড়ে ওঠা বিশ্বাস ,
গুটিকতক অবিশ্বাস-ও ছড়িয়ে ছিটিয়ে থাকে , আনাচেকানাচে; 

মতবাদেরা মরার আগে প্রবল যুদ্ধ করে;
যুদ্ধশেষে ক্লান্ত হয়ে ভীষণ,
জখম দেহে মরে ।।

দেহমৃত্যুর বহু আগে মরে যায় মানুষের মন; 
তার- ও কিছু আগে নিষ্পাপ অবচেতন ;
দেহের নাশে আনুষ্ঠানিক চক্রপূর্তি ঘটে।।

Thursday, December 27, 2012

আবার হারতে এসেছি

নিজেকে হারিয়ে ফেলার আগে শেষ একটিবার খুঁজে নেওয়া দরকার ছিল
কতটা সত্যি, কতখানি মিথ্যে রূপকথার মহল তৈরী করে সেটা বুঝে নেওয়া জরুরি ছিল ।
নাটকের কুশীলবেরা যখন একে একে যখন চিত্রনাট্যের কাছে পরাজিত হয় ,
আমি মানিনি ; নাটক ছেড়েছি
হেরেছি ।

বাতি নেভা
নিঃশব্দ রাত্তিরে 
যখন অন্ধকার আমাকে ভয় দেখাতো ,আমি একা ছিলাম
নিজে হেরেছি , তবু তোমায় জেতাতে  পারিনি ।
তুমি অনন্যা, তাই নতুন করে সুর বেঁধেছ
গান গাইতে পারনি।

সবুজ তাঁত কিংবা প্রথম পার্কার  কিভাবে হারায় ,
পুরনো চশমাটা কেনই বা বাতিল
উত্তর চাইনি ।

আসলে হয়নি ,
একপেশে হেরেছি ।
ভিতরে কেঁদেছি, দোষ যে আমার
সেটা মেনেছি

 
অজুহাতে আজীবন ঘৃনা,
তাই নতুন ভোরে ঠিকানা ছেড়েছি
অতীত ভুলে বুক বেঁধে,আশা-নৌকায়  পাল তুলে
ফের সামিয়ানার নিচে,
দ্যাখো  পরান্তকের হাতে
আবার  হারতে এসেছি ।

Wednesday, December 26, 2012

মনখারাপের ঠিকানা

মাঝে মাঝে মনের খুব মন খারাপের ইচ্ছে হয়
ভালো থাকার একঘেয়েমি ভালো লাগে না ,
তখন আবার পিছন ফিরি
তোমার স্মৃতির  মাখামাখি
মনের তখন উথালপাতাল কান্না পায় 
 
তুমি হয়ত ভাবছ- "আমি কি শুধু দুঃখ  দিতে আছি ?"
ভুলিনি অনেক কিছু পাওয়ার কথাও ,
তাই তো তুমি মন খারাপেরও ঠিকানা
 
বিশ্বাস করো বা নাই করো
আমি থেমে থাকতে খুব ভালবাসি
থেমে থাকতে চাই তোমার নরম বিছানায়
আজও  ছুঁতে  চাই তোমার উথালপাতাল বুক ,
এই প্রবল শীতেও উষ্ণতার  অভাব বোধ করি না এতটুকুও
 
জানতাম এই দুঃখ অনেকক্ষণ স্থায়ী হবে
তবুও তো ডুব দিয়েছি জেনেশুনে
মানুষ এভাবেও  তো আত্মঘাতী হয়
 

Tuesday, December 25, 2012

মাঝে মাঝে এমনও হয়

গভীর রাতে যখন এই শহরের গলিপথ ধরে হাঁটি
তখন রাস্তায় আর কারুর থাকার কথা নয় ,
তবু থাকে, কোনো কোনদিন উদ্ভ্রান্ত আমার চিন্তারা,
আর তোমার ছবিগুলো, যেন ছায়াছবির থেকেও বড় I
দৌড়াতে পারি আমি, তাই বলে কি ওরা আমার পিছু নেওয়া ছেড়ে দেবে?
দৌড়ে নিয়ে যাবে বড় রাস্তার দিকে , যাতে ২-১ টা গাড়ি আমায় মাড়িয়ে যেতে পারে
আমি কোনরকমে ঢুকে পড়ি গাড়ির ভেতর I
যখন বাড়ির পথে তখন আমার শরীর মন যেন বোঝার বস্তা যত I
এটাই কি তুমি চেয়েছিলে?
বলো নীলা, যা চেয়েছিলে তা দিতে পেরেছি তো

সব কথার মানে থাকতে নেই

কতদিন এভাবে বৃষ্টি আসেনি অনেক ভেবেও মনে পড়ল না I
তোর সাথে শেষ দেখা হওয়ার আগে এমন বৃষ্টি হত I
তারপর কোথায় যে মেঘ অভিমানে চলে গেল তার খোঁজ আমি বা তুই কেউ রাখলাম না I
এখন ঘোর দুর্দিনে সে আবার ফিরে এসেছে I
যেমন করে তুই ও কখনো আসতিস একঘেয়ে রাতে আমার ফোনের ভেতর ,
যেন এক্ষুনি রেখে দিবি GOOD NIGHT বলে
তাই তাড়াতাড়ি সব কথা বলে নিই - ভালবাসার,
কোনদিন আর বলতে পারব না ভাবিনি সেদিন ও I

এতসব ভাবতে ভাবতে খেয়াল ই করিনি জানলা টা খোলা ছিলো I
বৃষ্টির ফোঁটা একটু একটু করে জমছে MOBILE এর স্ক্রীন এ I
জানি এতটা জলেও সাগর হবে না I
MOBILE টা ফেলে রাখি যেখানে ছিলো I
ওকে একটু চোখের জল ফেলার সুযোগ করে দিই I

কিছুটা বাকি রেখে

কিছু ভালো-লাগা থেকে যায়
কিছু  মন্দ ।


অবাক হয়ে দেখি নিজেই নিজেকে,
কিছু ঘৃনা  জড়ায়
কিছু আবেশ ।

আরেকটা রাত ভোর  এ হারায়
নিজেকে, কিছুটা বাকি রেখে
সবটা  শে-ষ ।

রুদ্র -র জন্মদিনে


সময়ের রঙ  প'রে  অবিরত
মায়াজালে।
স্বপ্নেরা রাত গোনে
আনমনে।
সময়-নৌকো চেপে আমি-তুমি পাল্টাই
নাবিক মন পাল তোলে  হাল ধরে ।
কেউ ফেনিল  ঢেউ , কেউ বা সমুদ্র
তুই কোনটা?
জানিস ই তো , রুদ্র!

তোকে


আকাশ নিরুদ্দেশ হলে?
ছবি আঁকতাম, তোর
বুকে মাথা রেখে বেসুরে গাইতাম!
তোকে আরও একটু বেশি দেখার লোভ  আমার চিরকালের
তাই চোখ দুটো, বুজেই রাখতাম ...

আমার স্মিত সকাল ,স্নিগ্ধ সন্ধে
সবুজ গালিচা বিছানো হলদে হারানো বিকেল ,
Plzz .. কৈফিয়ত  চাসনা
ধার নেওয়া দু-চার আনা
ফেরত হয়না

অতীত বলে,
তুই চাইতিস আমি বেচতাম
তুই হাসলে আমি মরতাম
তোর স্পর্ধা
আমার স্পর্শ
বেমালুম নিয়ম ভাঙত !


সেসব বিকেল, কবেই রাতের সাথে পলাতক  ...
ঠিকানা নেই, ঠিকানা লাগেনা

বেহিসেবি রাত ঘুম ভাঙ্গলেই নিরুত্তর হয়
Civilized তো, আমরাই পারিনা !

Monday, December 17, 2012

তবু বেঁচে থাকে



সিগারেট জ্বলে,গরমেতে পোড়ে ঠোঁট ;
পোড়া ঠোঁট আঁকে চুম্বন , পোড়ে মন ;
পোড়া মনে দম আটকে মরছে আশা ;
এত মৃত্যু , তবু বেঁচে থাকে এ জীবন...!! 



Thursday, December 13, 2012

Peyala O Paanbilas

Paan-peyalar Odhikaar bhag kore nite
Teebro apotti amar ..||

Peyala Akantoi Nijoswo howa bhalo...;

Bohu Thnot ese Bibhinno kayday,
Bhinno manosikotay Chhune jachchhe Amar peyalar Urddhango,
E drishyo sojhyo hoyna sohoje..||

Amar peyala Ajana thnoter Sporshe shiurhe othe ;
Amar peyala purono, sabeki.....,
"Bohu"-r Sohaagi chhnoay Shoreer knukrhe othe taar ..!!
Ochena haath theke Swechchhay chhitke porhe gie
Se hote chay churmar, Bohubaar...!!

Aker Odhikare obhyosto Paanpatro shudhu amakei 

Odhishwar bole Jaane ||

Dibaratro Ami O se akotre paan kori...,
Taar Shoreeraboddho gorol, ami "Neelkonthe dhori"..!!

Torole torongo othe, Modeeralos gaane ,
Deergho chumuke Peyala-oshthe enke dii
eke eke anek preeti-swakkhor..||

Sesher chumuke ojantei Soshobdo chumban hoy...!!

Ushno Nishwas die-nie Somporke Garhotwo baare;
Peyalar Unmukto Ongshe Ekochchhotro Odhikarer triptite
Aniyontrito ashkaara paay Obadhyo Paan-bilas..!!

Tuesday, December 11, 2012

Mithye Katha.... Sotyi Golpo

Mithye guloke sotyi kore golpo banale
Borora koshto paay, Ar Chhotora anondo..!!

Sotyi gulo mithye hole protibeshi ra tripto hoy..,
Aponjonera Khipto....!!

Baaki Ordhosotyo gulo nie ar beshi keu bhabe na....,
Shudhu nimnomaaner lekhak Jayanta da bhaben,
lekhen osob nie..,


Obocheton nie boro beshi ghataghati kore gaali khan,
Socheton-Ocheton sobar kachhe..;

Dine dine  aro bodnaam hoy tanr..!!

Ami shudhu mithye die sotyi golpo banaai,
Bole berai chhotoder kachhe,

Chokh tatano porshi-r kachhe sohojei boli --
Sotyi gulo asole sob mithye...;
tar lal chokh shanto hoe ase..,

Sobaai khushi hoe shanto mone phire gele,
Boiporityer Bishom haway dole Amaar Jeebon-Jahaj....,

Dibyi "bhasomaan jahajer Sotyi" te bosei aajke banie pheli 
Jahaaj-dubi-r mithye golpo,
Abar kothao kalke bolbo bole..!!

Notun Jhnaker Khnoje...

Somosamoyik lokjon kaaler niyome udhao hole
Prothome dukkho baarhe,
Achomka Bondhutar bakshota khali hoy.......,

Din koyek   elomelo kaate ,
Dikbhranto bhese chola  asthirmoti srote,
Phire Ese Shue pora mrito jhinuker majhe,
Koboshno baalukay, fenader Sathe..

Kono akdin 'Komola Surjo' dekhe
Chokite Sojaag hoy 'Nispriho Jahaaj',
Teer-e Mon kharap rekhe bhese jay deho-mon nie ; 
Chokher taaray, dhomoni-Shiray taar  Dikchokrobaal -

Gobheerota mepe abar 'Jaal phela' shuru hoy,

 manusher somudre....;

Pochhondosoi notun jhnaker khnoje..!!

Saturday, December 8, 2012

Akdin juddho jaari hobe

Amar chhayar poshak rongeen holo na kano,
E khobh theke jabe chirodin...;
Anek torko-bitorko , Sowal-jobabeo proshomito na howa

 raager barood gorom hobe,
“Somoye sob hobe” gochher mishtobakyo shune.......!!
Suktola-r peshon theke berie ,

Sahos kore matha tule uthe dnarabe 'Chhaya',
Kaayar Sathe Sondhi hoe
Kromosho akdin juddho jaari hobe..!!

Monday, December 3, 2012

Purono Daager Bhoy




Kopaaler anchilta akhon praysoi 
byatha kore othe..,
Matha du hat die chepe bose pori ami.......
Kichhu adbhut kheyal ghaam hoe 
berie chole Onorgol,
Amar kheyali haathjorhay lege jay 
sobtuku Swed-Gham...;

Chomke gie Kachhe-pithe ja pai tule nii,


Apraan ghoshe muchhe feli jabotiyo daag........, 

Ghosha daag-i ghoshemeje golpo- kobita hoy......,
Lekha sesheo Obochetone purono Daager bhoy..!!

Sunday, December 2, 2012

চলো নিরুদ্দেশে

কতক জাহাজ দিগন্ত  পার  হয় ,

কিছু  সকাল  পুবেই  দাঁড়িয়ে হায়..!
 পশ্চিম ডাক না-ই বা  দিল,  চলো;

বেড়িয়ে পড়ি বেরোবার বাহানায়....-


কিছু  মানুষ  কাছের  হতে  পারত;
সুন্দর  যা,  যদি বা নজর কাড়ত. -

হয়নি সেসব , নিরুদ্দেশেই  চলো, 

হলে  কি এ  মন ,এদেশ  কখনো  ছাড়ত?