কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Saturday, October 27, 2012

এলোমেলো কিছু কথা

এরকম করে কত লোকই তো ছুটছে দিন-রাত,
আমি সেই সময়টা ২টো  কবিতা লিখতে চেয়েছিলাম I 
 
যারা ছুটছে খ্যাতি,যশ,অর্থের পেছনে 
তারা তোমায় পেয়েছে কিনা জানিনা,
হয়ত বা তোমার মতো অন্য কাউকে I 
 
তোমাকে কত বলেও বোঝাতে পারিনি যে সমান্তরালে চললে 
২টো রেখা কখনো মেলে না ,
তাই তো আমি ওদের মতো না দৌড়ে
২টো কবিতা লিখতে চেয়েছিলাম I
 
এখন এখানে জান্তব চিত্কার শোনা যায় খুব,
আমার লেখার খুব ব্যাঘাত ঘটে জানো ?
চিন্তাগুলোও সব হারিয়ে যায় যেন I
 
টিভিতে সদ্য হওয়া আমার প্রিয় কবির জীবনাবসান ,
আমার ভালোলাগা কবিতাগুলো
পাশের বাড়ির ছেলেটার জন্মদিনের বাজি ফাটার শব্দে
বোবা হয়ে গেছে যেন I
 
তুমি হয়ত বড়  রেস্তোরায়
কাঁটা চামচ আর ছুরি নিয়ে যুদ্ধ লাগিয়েছ খুব ,
আমি শুধু একটু কবিতা লিখতে চেয়েছিলাম।

No comments:

Post a Comment