কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Friday, September 14, 2012

আত্মজ্ঞান

রাত্রির নিস্তব্ধতা আমাকে ভাবতে বাধ্য করে I
ভালবাসার মানে খুঁজতে গিয়ে কখন
রাতটাই কেটে যায় প্রায় -বুঝতে পারিনা I

আকুল হয়ে খুঁজি পানপাত্র ,
যেন ওর  মধ্যে ডুব দিলে বুঝে যাব
তুমি আমার কে ? বা কেউ আদৌ আমার কিনা ?

উপনিষদের কথাগুলো মনে পরে যায় I
দেহ, মন, সবার উপর আত্মা- ব্রহ্ম I
সবার মধ্যে একই ব্রহ্ম বিরাজমান I 
যাকে ভালবাসতাম, বা ভালবাসি ,যাদের ঘৃনা করি
সব এক হয়ে যায় I 

No comments:

Post a Comment