'আমি' আর 'তুমি' এই নিয়েই ঘুরপাক খাচ্ছি খালি I
জীবনের অন্ধকার সাম্রাজ্যগুলো নিয়ে লিখছি
অথচ ওগুলোকে ভাঙার কোনো ইচ্ছেই হচ্ছে না এখন I
কিসের জন্য? উপাদান নষ্ট হয়ে যাবে বলে?
তাই হবে হয়ত I
আগুন জ্বালার মতো স্ফুলিঙ্গ এখানে তৈরী হয়না আর ,
হেরে গেলে ঘুরে জেতার থেকে
দড়ি, ঘুমের বড়ি, কিংবা বহুতল কে বাছা হয় এখানে I
আমি পারিনা I
কিছু কিছু কবিতার টানে আজও বেঁচে থাকি I
No comments:
Post a Comment