আমার ভিতরটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে I
আমি দৌড়াচ্ছি রেস্তোরায় পাব এ ,
অবারিত আনন্দ চুমুকে চুমুকে পান করে নিচ্ছি I
সেখান থেকে বেরিয়ে হয়ত আরো কোনো অন্ধকার গলি তে
হারিয়ে যাচ্ছি ,
নাগরিক জীবন আমাকে পাগল করে দিচ্ছে
অথচ এর থেকে বেরোনোর ইচ্ছাও এখন নেই I
আমার আমিত্ব টা যেন দান করে এসেছি কারুর কাছে ,
সে আমারই মধ্যে থাকে অথচ আমি নই ,
শব্দ দিয়ে তাকে ব্যাখ্যা করতে গেলে
আমারই এরকম আরো অনেক স্বত্তা তৈরী হয়ে যায় ,
আমি আর আমার অন্য 'আমি' গুলো সন্ধি করে জীবন কাটাই I
No comments:
Post a Comment