ওই দেওয়ালে আমার শিকার করা বারণ I
ওখানে প্রেমিক পতঙ্গদের বাসা,
আলো দেখিয়ে ওদের টেনে আনে আমার প্রতিদ্বন্দীরা I
ওরা দলে অনেক বড় ,সবথেকে বড় কথা
ওরাও ভালোবেসে টিক টিক করে ওঠে I
আমি শুধু আওয়াজটা শুনে বসে থাকি অন্ধকার দেওয়ালে I
২-১ টা খুদেপোকা,হতভাগা, নিঃস্সঙ্গ যত
ওদের থেকে বেঁচে এই দেওয়ালে এসে বসে ,
তারপরেই আমার পাক্জন্ত্রে I
আমার নিজের এ নিজের ওপর ঘেন্না হত I
একদিন দেখলাম এক বিশাল দৈত্যাকার জীব এসে কি একটা
সপাটে দিল আমার প্রতিদ্বন্দীর গায়ে ,
কোনরকমে প্রাণ নিয়ে সে এলো আমার অন্ধকার দেওয়ালের কাছাকাছি I
ও তখন বেশ খানিকটা ক্ষতবিক্ষত I
আমার শরীরে কিছুক্ষণ আগেই প্রচন্ড শক্তি দিয়েছে এক প্রজাপতি I
তেড়ে গেলাম ওর দিকে ,
কিছুক্ষণ পরে ওর রক্তাক্ত দেহ টা পড়ে রইলো মাটিতে I
আমি এখন যুদ্ধে জিতে ডাক দিই ওপাশের দেওয়ালের কাউকে,
একটা সঙ্গিনী খুব দরকার
দৈত্যাকার জীবগুলো শুনতে পায় ,শুধু -টিক টিক টিক
........সৌরভ
ওখানে প্রেমিক পতঙ্গদের বাসা,
আলো দেখিয়ে ওদের টেনে আনে আমার প্রতিদ্বন্দীরা I
ওরা দলে অনেক বড় ,সবথেকে বড় কথা
ওরাও ভালোবেসে টিক টিক করে ওঠে I
আমি শুধু আওয়াজটা শুনে বসে থাকি অন্ধকার দেওয়ালে I
২-১ টা খুদেপোকা,হতভাগা, নিঃস্সঙ্গ যত
ওদের থেকে বেঁচে এই দেওয়ালে এসে বসে ,
তারপরেই আমার পাক্জন্ত্রে I
আমার নিজের এ নিজের ওপর ঘেন্না হত I
একদিন দেখলাম এক বিশাল দৈত্যাকার জীব এসে কি একটা
সপাটে দিল আমার প্রতিদ্বন্দীর গায়ে ,
কোনরকমে প্রাণ নিয়ে সে এলো আমার অন্ধকার দেওয়ালের কাছাকাছি I
ও তখন বেশ খানিকটা ক্ষতবিক্ষত I
আমার শরীরে কিছুক্ষণ আগেই প্রচন্ড শক্তি দিয়েছে এক প্রজাপতি I
তেড়ে গেলাম ওর দিকে ,
কিছুক্ষণ পরে ওর রক্তাক্ত দেহ টা পড়ে রইলো মাটিতে I
আমি এখন যুদ্ধে জিতে ডাক দিই ওপাশের দেওয়ালের কাউকে,
একটা সঙ্গিনী খুব দরকার
দৈত্যাকার জীবগুলো শুনতে পায় ,শুধু -টিক টিক টিক
........সৌরভ
No comments:
Post a Comment