একরাশ ঘুম আমার চোখে লেগেছিল অনেকক্ষণ
এ ঘুমে আমি পড়িনি কতদিন !
এলিয়ে পড়ার মতো আশ্রয় আসলে পাইনি I
যে মানুষ জীবন টা তে শুধুই বেঁচে থাকে
তার কাছে আমার কবিতা নিয়ে যাব না কোনদিন ,
যে জীবনটা অনুভব করে তার কাছে যাব I
কিছু তীব্র অনুভুতি ধার করে নেব I
এই ঘুম তখনও হয়ত আমার চোখে লেগে থাকবে,
যেভাবে সুখ লেগে থাকে হারিয়ে যাওয়ার পরেও
নেশাতুর অলিক চোখে অতীতের কঙ্কাল হয়ে I
আমার দিকে আঙ্গুল তোলা টা সোজা I
কত কি নাম দেবে দুঃক্ষবিলাশীর মতো I
ভেবে দেখো একবার
তোমার পারিপার্শিক কি স্থির হয়ে আছে ?
তাই যদি থাকে তবে আমার লেখা দিও ছিঁড়ে I
পৃথিবী থেকে ২-১ জন হারিয়ে গেলে আদৌ ভারসাম্য নষ্ট হবে না I
No comments:
Post a Comment