alcohol এর মাত্রা আমার বাড়ছে দিনকে দিন
তাই বলে কেউ আমাকে মাতাল বলে নি I
আমি যে মাতাল একেবারেই নয় একথাও ঠিক নয় I
মত্ততার অনেক রূপ আমার মধ্যে বাসা বাঁধে কত রাতে ,
আমি সব জেনেও তার গলা টিপতে পারি না I
তাইবলে তুই আমাকে মাতাল বলবি ?
জানিস, কেউ আমাকে আজ অবধি মাতাল বলে নি I
জানতাম মত্ততা নষ্ট করে দেয় চেতনাকে ,
আমার তো অবচেতন ও নষ্ট হয়েছে কবেই I
তবুও নীলা তুই আজ প্রথম আমায় মাতাল বললি I
.......সৌরভ
তাই বলে কেউ আমাকে মাতাল বলে নি I
আমি যে মাতাল একেবারেই নয় একথাও ঠিক নয় I
মত্ততার অনেক রূপ আমার মধ্যে বাসা বাঁধে কত রাতে ,
আমি সব জেনেও তার গলা টিপতে পারি না I
তাইবলে তুই আমাকে মাতাল বলবি ?
জানিস, কেউ আমাকে আজ অবধি মাতাল বলে নি I
জানতাম মত্ততা নষ্ট করে দেয় চেতনাকে ,
আমার তো অবচেতন ও নষ্ট হয়েছে কবেই I
তবুও নীলা তুই আজ প্রথম আমায় মাতাল বললি I
.......সৌরভ
No comments:
Post a Comment