কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Monday, July 16, 2012

মত্ততা

alcohol এর মাত্রা  আমার বাড়ছে দিনকে দিন
তাই বলে কেউ আমাকে মাতাল বলে নি I
আমি যে মাতাল একেবারেই নয় একথাও ঠিক নয় I

মত্ততার অনেক রূপ আমার মধ্যে বাসা বাঁধে কত রাতে ,
আমি সব জেনেও তার গলা টিপতে পারি না I
তাইবলে তুই আমাকে মাতাল বলবি ?
জানিস, কেউ আমাকে আজ অবধি মাতাল বলে নি I

জানতাম মত্ততা নষ্ট করে দেয় চেতনাকে ,
আমার তো অবচেতন ও নষ্ট হয়েছে কবেই I
তবুও নীলা তুই আজ প্রথম আমায় মাতাল বললি I   

                                                                         .......সৌরভ

No comments:

Post a Comment