কেউ এই blog এ তাদের লেখা publish করতে চাইলে লেখা টি নিজের নাম উল্লেখ করে kheyali.kalom@gmail.com এ পাঠিয়ে দিন I লেখার হরফ বাংলায় হওয়া বাঞ্চনীয় I লেখা যা ইচ্ছে হতে পারে ( কবিতা/গল্প/প্রবন্ধ ইত্যাদি ) I

Monday, July 16, 2012

মত্ততা

alcohol এর মাত্রা  আমার বাড়ছে দিনকে দিন
তাই বলে কেউ আমাকে মাতাল বলে নি I
আমি যে মাতাল একেবারেই নয় একথাও ঠিক নয় I

মত্ততার অনেক রূপ আমার মধ্যে বাসা বাঁধে কত রাতে ,
আমি সব জেনেও তার গলা টিপতে পারি না I
তাইবলে তুই আমাকে মাতাল বলবি ?
জানিস, কেউ আমাকে আজ অবধি মাতাল বলে নি I

জানতাম মত্ততা নষ্ট করে দেয় চেতনাকে ,
আমার তো অবচেতন ও নষ্ট হয়েছে কবেই I
তবুও নীলা তুই আজ প্রথম আমায় মাতাল বললি I   

                                                                         .......সৌরভ

Thursday, July 12, 2012

অভিমান

একরাশ ঘুম আমার চোখে লেগেছিল অনেকক্ষণ
এ ঘুমে আমি পড়িনি কতদিন !
এলিয়ে পড়ার মতো আশ্রয় আসলে পাইনি I
 
যে মানুষ জীবন টা তে শুধুই বেঁচে থাকে
তার কাছে আমার কবিতা নিয়ে যাব না কোনদিন ,
যে জীবনটা অনুভব করে তার কাছে যাব I
কিছু তীব্র অনুভুতি ধার করে নেব I
 
এই ঘুম তখনও হয়ত আমার চোখে লেগে থাকবে,
যেভাবে সুখ লেগে থাকে হারিয়ে যাওয়ার পরেও
নেশাতুর অলিক চোখে অতীতের কঙ্কাল হয়ে I
 
আমার দিকে আঙ্গুল তোলা টা সোজা I
কত কি নাম দেবে দুঃক্ষবিলাশীর মতো I
ভেবে দেখো একবার
তোমার পারিপার্শিক কি স্থির হয়ে আছে ?
তাই যদি থাকে তবে আমার লেখা দিও ছিঁড়ে I
পৃথিবী থেকে ২-১ জন হারিয়ে গেলে আদৌ ভারসাম্য নষ্ট হবে না I